বঙ্গোপসাগর ও রোহিঙ্গা প্রত্যাবাসন : পররাষ্ট্র উপদেষ্টা
- By Jamini Roy --
- 22 December, 2024
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগর অঞ্চলের ভূরাজনৈতিক সম্পর্কের গুরুত্ব উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত "বঙ্গোপসাগরের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন: অভিন্ন স্বার্থের খোঁজ" শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন তিনি।
সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগর ইকোলজিক্যাল জোন হিসেবে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দেবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে এই অঞ্চলের ভূরাজনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, বঙ্গোপসাগর যেন সহযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এবং দ্বন্দ্ব-সংঘাত এড়ানো সম্ভব হয়, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান অব্যাহতভাবে কাজ করবে। মাতারবাড়ী বন্দরসহ কানেক্টিভিটি প্রকল্পগুলো এ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করবে।
সেমিনারের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফএম গাওসুল আজম সরকার এবং মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "গত সাত বছর ধরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা এই অঞ্চলের স্থিতিশীলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।"
তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার আহ্বান জানান।
সেমিনারে মাতারবাড়ী বন্দর প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও দৃঢ় করার সম্ভাবনার কথাও উঠে আসে।